ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা হোক্স সামহাউ চালু হয়ে গেছে বাংলাদেশে।
অনেকেই মনে করে ডিজিটাল মার্কেটিং মানেই হলো ফেইসবুক মার্কেটিং। আবার কেউ কেউ আছেন পরিচিত কিছু সোশ্যাল মিডিয়া ( ফেইসবুক, লিংকেডইন, ইউটিউব, হোয়াটসএপ, ভাইবার ইত্যাদি) কেই ডিজিটাল মার্কেটিং এর একমাত্র মাধ্যম মনে করে।
ডিজিটাল মার্কেটিং মানে আসলেই কি এইটুকু বুঝায়?
আমার কাছে তো মনে হয় ইন্টারনেট দুনিয়ায়, ডিজিটাল মিডিয়াম কে ব্যবহার করে আপনার যে কোনো পণ্য অথবা সার্ভিস সম্পর্কে মিলিয়ন টার্গেট গ্রূপ / পিপল কে কানেক্ট করার, তাদের কাছে আপনার পণ্য কিংবা সেবা সম্পর্কিত অফার পৌঁছে দেয়ার যে টোটাল এনগেজমেন্ট তা অনেকেই জানেনা।
আবার কেউ কেউ এতটুকু জানলেও তা ঠিক কিভাবে আপনার বেবসাকে নতুন নতুন লিড / সেল এনে দেবে তার কার্যকর উপায় বুঝেন না।
সত্যিকার অর্থে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর টোটাল এপ্লিকেশন আমি এখনো কোনো কোম্পানিকে করতে দেখিনি।
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে জানাতে এবং পারস্পরিক নলেজ শেয়ার করতে আগ্রহী আছেন কারা কারা। একটা ওপেন আলোচনা আয়োজন করা যায় কিনা।
Let's check other Featured Blogs
Join the business club (1k+ members) and get marketing services on a monthly basis.
Let's Check Other Services Provided by American Best IT
Grow your business with ABIT!
Get Your Free Proposal
Enter your details and we'll call you back when it suits you.
Madhyamoni, 1st Floor, House 343, Road 25, Mohakhali DOHS, Dhaka 1206, Bangladesh.
GE-21-02-002 Details